জেলা

কর্মহীন কয়েক হাজার শ্রমিক

উত্তর বাঁকুড়ার শালতোড়া ব্লক । স্থানীয়দের রুজি-রুটির প্রধান উৎস পাথর শিল্প।কিন্তু এই  ব্লকে দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে পাথর শিল্প। কর্মহীন পাথর শিল্পের সঙ্গে যুক্ত প্রায় কয়েক হাজার শ্রমিক।এই পরিস্থিতিতে আজ সোমবার তাঁরা আন্দোলনে নামে।

এখানে মোট পাথর ক্র্যাসারের সংখ্যা ১৭৫। যার মধ্যে চালু ছিলো ১৫৩ টি । কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে সেগুলিও বন্ধ হয়ে রয়েছে। সরকারিভাবে কি কারণে বন্ধ তার সদুত্তর আজও নেই  মালিক থেকে শুরু করে শ্রমিকদের কাছে। দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে থাকায় তাঁরা এখন প্রবল আর্থিক সংকটে। শালতোড়া ব্লকের এই পাথর শিল্পকে পুনরায় চালু করার দাবিতে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে শালতোড়া  বিডিও অফিসে বিক্ষোভে সামিল হলেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কয়েক দফা দাবি দাবাও নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি দেয় তারা । অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শালতোড়া ব্লকের বিডিও মানস কুমার গিরি স্থানীয়দের সমস্যার কথা স্বীকার করেছেন। এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে এই শিল্পকে চালু করার বিষয়ে দ্রুত আলোচনা করবেন বলে জানিয়েছেন ।

বিশেষ সংবাদদাতাঃ মলয় সিংহ,বাঁকুড়া