ব্রেকিং নিউজ রাজ্য

ফের সুপ্রিম ধাক্কা রাজ্যের: পুর-নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআই তদন্তের নির্দেশ বহাল শীর্ষ আদালতে

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগে দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল রাজ্যের মামলা। এবার হাইকোর্টের নির্দেশ মত পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই তদন্ত বহাল রাখল শীর্ষ আদালত।

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানিতে ইডি-সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেয়। রাজ্যের পুরসভাগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতি নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলা ওঠে। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

তবে, সুপ্রিম কোর্ট ওই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে তা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায়। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি উঠলে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখেন। তদন্তের স্বার্থে পুর নিয়োগ দুর্নীতির মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে উঠলে সেখানেও সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকে। সেক্ষেত্রে পুর নিয়োগের দুর্নীতিতে সিবিআই তদন্তের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

পুর নিয়োগ দুর্নীতির কথা প্রথম সামনে আসে নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হওয়ার পর। ইডি আদালতে দাবি করে, তাঁর থেকে উদ্ধার হওয়া নথিতে পুর নিয়োগে দুর্নীতির হদিশ মিলেছে।