রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির আধিকারিক, অধ্যাপক কিংবা অন্যান্য কর্মীদের বেতন দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে। এবার অধ্যাপকদের বেতন কাঠামোয় বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। কেননা রাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারকে ফের বৈঠকের জন্য ডেকে পাঠাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।
৪ অক্টোবর অর্থাৎ বুধবার পূর্ত ভবনে এইচআরএমএস নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, এবার থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাগারের বদলে সরাসরি রাজ্য সরকারের দফতর থেকেই বিশ্ববিদ্যালয়গুলির আধিকারিক, অধ্যাপক কিংবা অন্যান্য কর্মীদের বেতন দিতে চাইছে রাজ্য।
ইতিমধ্যেই এই সংক্রান্ত চিঠিও বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম রামচাঁদ মূর্মু বিশ্ববিদ্যালয় ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।
এদিকে, রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই উপাচার্য নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘাত শুরু হয়েছে।
You must be logged in to post a comment.