গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী৷ গরম বাড়ছে উত্তরেও৷ বুধবার গরম আরও বাড়তে পারে৷ আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ আরও চড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে আগামী তিনদিন রাজ্যের ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি এবার উত্তরেও বইবে তাপপ্রবাহ। পূর্বাভাস, আজ বুধবারও কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে হয়ত, তবে তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা একেবারেই নেই। পাশাপাশি আজ ও আগামীকাল বৃষ্টিরও কোন সম্ভবনা নেই।
ফলে গরমের হাত থেকে কোনও ভাবেই নিস্তার মিলবে না৷ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধবার কলকাতা ও হাওড়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন তাপমাত্রা কিছুটা কমলেও দু’দিন পর ফের উর্ধ্বমুখী হবে পারদ৷ তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে৷