সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের সিট গঠন করে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। সোমবার শুনানিতে জানান হয়েছে, আদালতের নজরদারিতেই হবে তদন্ত।
আদালত এদিন জানায়, লালন শেখ রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই-এর ভূমিকা সঠিক ছিল না। হেফাজতে মৃত্যু আসলে তদন্তকারী সংস্থার ব্যর্থতারই প্রমাণ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেফাজতে। এই মৃত্যুর তদন্ত নিয়ে আদালতে দফায় দফায় বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতিরা। কখনও প্রবল ধমকের মুখে পড়েছে সিবিআই, কখনও বা ময়নাতদন্তের রিপোর্ট দেখে অসন্তুষ্ট হয়েছে আদালত।
এবার সিট গড়ার নির্দেশ দিল আদালত। রাজ্য পুলিশের আইজি ডক্টর প্রণব কুমার এবং কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার বীরেশ্বর চ্যাটার্জী– এই দু’জনকে নিয়ে সিট গঠন করেছে আদালত। সিটের তদন্তের শেষে রিপোর্ট জমা দিতে হবে নিম্ন আদালতে। তবে এই মামলায় কোনও সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া হবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। লালন শেখের মৃত্যু নিয়ে রাজ্য পুলিশের নেতৃত্বে গড়া এই সিট এখন কী রিপোর্ট জমা দেয় সেদিকেই নজর রাজ্যের।⁰