জেলা লিড নিউজ

হাবড়ায় উদ্বোধন হল অত্যাধুনিক পিস হেভেন

দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে মৃতদেহ, হাবড়ায় উদ্বোধন করা হল পিস হেভেন। ২১ লক্ষ টাকা ব্যয়ে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তৈরি করা হল অত্যাধুনিক পিস হেভেন। উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

দীর্ঘদিন ধরে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পিস হেভেন তৈরির পরিকল্পনা ছিল। অবশেষে তা বাস্তবায়ন হওয়ায় খুশি সকলেই। রবিবার উদ্বোধন করা হয় চারটি মৃতদেহ সংরক্ষণ করার যন্ত্র।

প্রসঙ্গত, হাবড়ার অনেক মানুষ কর্মসূত্রে রাজ্য বা দেশের বাইরে থাকেন। তাই তাদের পরিবারের কোন মানুষের মৃত্যু হলে সেই মৃতদেহ যাতে ভালোভাবে সংরক্ষিত করে রাখা যায়, সেই কারণেই এই পিস হেভেন তৈরি করা হয়েছে। এরফলে হাবড়া সহ আশেপাশের মানুষ এখানে মৃতদেহ সংরক্ষণ করে রাখতে পারবেন। মত রাজ্যের রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।