আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন সকল ডাক্তারি পড়ুয়ারা। বিক্ষোভ প্রদর্শন করছেন চিকিৎসকেরা। তবে এই ঘটনার আচঁ শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। প্রতিবাদ করছেন রাজ্যবাসী। দোষীর ফাঁসি চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতা থেকে সেলেবরা প্রশ্ন তুলেছেন নারী নিরাপত্তা নিয়ে।
শুধু তাই নয়, কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অনুপম রায় থেকে শুরু করে আরও অনেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে যদি মেয়েদের সুরক্ষা না থাকে তাহলে রাস্তাঘাটে মেয়েদের সুরক্ষা কোথায়?
প্রতিবাদ জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “ভাষা নেই নিন্দার। এই দোষীদের অন্তত সাজা হোক।” কমলেশ্বর মুখোপাধ্যায় আর জি করের ঘটনায় তীব্র প্রতিবাদ করেন। কমলেশ্বরের কথায়, “আর জি করের ঘটনা নজিরবিহীন। পাশাপাশি মর্মান্তিক এবং ভয়াবহ। আর জি করের ঘটনায় নিরপেক্ষ বিচার চাই।”
সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমার শহর কুণ্ঠিত বড়। ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান শুধু মার্জনা চেয়ে।” এই ঘটনায় শ্রীলেখা মিত্রের মন্তব্য, “অত্যন্ত নারকীয় ঘটনা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত।” আর জি করের ঘটনায় গায়ক অনুপম রায় প্রশ্ন করেন, “বিচার কি কোনওদিন পাওয়া যাবে?” একই সুর গায়িকা ইমনের গলাতেও। সকলের একটাই দাবি, বিচার চাই।