রাজ্য লিড নিউজ

বিএসএফের গুলিতে নিহতদের পাশে থাকবে রাজ্য সরকার ‌: মন্ত্রী উদয়ন গুহ

বিএসএফের গুলিতে নিহতদের পাশে থাকবে রাজ্য সরকার। মৃত প্রেম কুমার বর্মনের পরিবারের হাতে চেক তুলে দেওয়ার পর জানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।সোমবার দিনহাটার গিতালদহে বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেয় রাজ্য সরকার।

রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা মহকুমা শাসক রেহেনা বসির সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে নিহতের বাবা শিবেন বর্মনের হাতে চেক তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক তাই নিরীহ এই যুবকের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মৃতের পরিবারের হাতে চেক তুলে দেওয়ার সময় এমনই দাবি করেন মন্ত্রী ও বিধায়ক। রাজ্য সরকারের পাশে দাঁড়ানোয় খুশি নিহতের পরিবার। তবে প্রেম কুমার বর্মনের খুনের বিচার চাইছেন তারা। অভিযুক্ত বিএসএফের ফাঁসিরও দাবি জানিয়েছেন তারা।

মন্ত্রী উদায়ন গুহ বলেন, “আমরা জানি প্রেম কুমার নির্দোষ। গরু পাচারের যুক্ত থাকার কোন অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। এই ঘটনার খবর পেয়ে দ্রুত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে আজ ২ লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দিল প্রশাসন।” একইসাথে উদয়ন আরও বলেন, “বিএসএফ যত নিরীহ মানুষদের গুলি করে মারবে সবার পাশে দাঁড়াবে রাজ্য সরকার।” সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, “মানবিকতার নজির স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিবারের পাশে রয়েছি আমরা।”

মৃতের দাদা সুকুমার বর্মন বলেন, “রাজ্য সরকারের ভূমিকায় আমরা খুশি। কিন্তু আমার ভাইয়ের খুনের বিচার চাই। যে বিএসএফ আমার ভাইকে গুলি করে মেরেছে তার ফাঁসি দাবি করছি।”