আবার রাজ্য–রাজ্যপাল বাকযুদ্ধে তপ্ত জেলার আবহাওয়া। শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে টুইটে ফের রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে কড়া আক্রমণ করলেন রাজ্যপাল। প্রশ্ন তুললেন গণতন্ত্র নিয়ে। তিনি লিখেছেন, ‘বিজেপি সাংসদের সঙ্গে ব্যবহার পুলিশ–কর্তাদের কর্তব্যচ্যুতি শাসকদলের সাংসদ অতিথি, বিরোধী সাংসদ অনাহূত!’ এই মন্তব্যের পর থেকেই জোর সোরগোল পড়ে গিয়েছে।
মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন জগদীপ ধনকার। সেখানে রাজ্যপাল লেখেন, ‘একদিকে এই অনুষ্ঠানে স্বাগত জানানো হচ্ছে শাসকদলের সাংসদকে। অন্যদিকে, বিজেপি সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করছে রাজ্যের পুলিশ। রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছে।’ এই ঘটনা রাজ্য পুলিশের কর্তাদের কর্তব্যচ্যুতি বলেই মন্তব্য রাজ্যপালের। সাংসদকে বাধা দেওয়ার পেছনে কোনও কারণ নেই বলেই দাবি তাঁর।
উল্লেখ্য, গত চার বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন নদিয়ার তেহট্টের সুবোধ ঘোষ। তিন মাসের কন্যাসন্তানও রয়েছে তাঁর। জুলাই মাসে শেষবার মাত্র ৪০ দিনের ছুটিতে বাড়িতে ফিরেছিলেন। কথা দিয়ে গিয়েছিলেন ডিসেম্বর মাসে আসবেন তিনি। কিন্তু তার আগেই এলেন কফিনবন্দি হয়ে। মৃত্যুর খবর পাওয়ার পর টুইটে শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার।