On Labor Day, the state government requested the Center to launch a special train to bring stranded workers to other State. Hundreds of thousands of workers from different states are stranded in far-flung states.
ব্রেকিং নিউজ রাজ্য

শ্রমিক দিবসে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আর্জি রাজ্যের

শ্রমিক দিবসে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের আনতে বিশেষ ট্রেন চালু করতে কেন্দ্রকে অনুরোধ করল রাজ্য সরকার। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে এই ব্যাপারে মুখ্যসচিব রাজীব সিনহার কথা হয়েছে বলে খবর। এই শ্রমিক দিবসে তাঁরা পেটের টানে ভিন রাজ্যে গিয়ে আটকে আছেন। পকেটে টাকা প্রায় শেষ। অথচ পেটের জ্বালায় নিজেদের বাড়ি ফিরতে মরিয়া তাঁরা। এঁদের মধ্যে অনেকে আবার কর্মচ্যুতও হয়েছেন।
রাজ্যের মুখ্যসচিব বলেন, ‘‌এই রাজ্যের প্রায় দু’‌লক্ষ শ্রমিক একাধিক রাজ্যে আটকে রয়েছেন। কেরল, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, দিল্লি–সহ বিভিন্ন রাজ্যে তাঁরা আটকে রয়েছেন। এইসব শ্রমিককে বাসে করে আনা সম্ভব নয়। সেই কারণেই বিশেষ ট্রেন দেওয়ার অনুরোধ করা হয়েছে।’‌
রাজস্থানের কোটা থেকে যেসব বাসে ছাত্রছাত্রীদের আনা হচ্ছে, তাতে করে এই রাজ্যে আটকে যাওয়া রাজস্থানের শ্রমিকদের তাঁর নিজেদের রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ঝাড়খণ্ড থেকে ২৫ হাজার শ্রমিককে বাসে করে এই রাজ্যে পাঠানো হচ্ছে। ঝাড়খন্ডে আটকে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকরা এই রাজ্যে চলে এলে সেই বাসে করেই এই রাজ্যে আটকে যাওয়া ঝাড়খণ্ডের শ্রমিকদের ফেরত পাঠানো হবে। পেটের টানে ভিন রাজ্যে কাজ করে সংসার চালাতে চেয়েছিল তাঁরা। কিন্তু করোনার জেরে লকডাউনে সব ওলটপালট হয়ে গিয়েছে।
কেন্দ্রের কাছে এই বিষয়টি তুলে ধরে একাধিক রাজ্য সরকার। তারা জানায়, বিভিন্ন রাজ্যের কয়েক লক্ষ শ্রমিক বহু দূরের ভিন রাজ্যে আটকে গিয়েছেন। দক্ষিণের রাজ্যগুলির পক্ষে উত্তরের রাজ্যগুলি থেকে সড়কপথে হাজার হাজার শ্রমিক বাসে করে ফেরানো কঠিন। অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ রাজ্যগুলি থেকে দক্ষিণের কর্নাটক, কেরল, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যে বাসে করে লক্ষাধিক শ্রমিক ফেরানো অসাধ্য।