দেশজুড়ে চলছে অক্সিজেনের হাহাকার। কারণ করোনার প্রকোপ বেড়েছে। অক্সিজেনের অভাবে মৃত্যুর খবরও আসছে বিভিন্ন রাজ্য থেকে। সংক্রমণের মধ্যে রাজ্যের পরিস্থিতিও সংকটজনক। এই অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে অক্সিজেন রফতানি না করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানাল রাজ্য সরকার। অক্সিজেন সংকটের কথা ভেবেই এই আবেদন বলে নবান্ন সূত্রে খবর।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার এক চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকদিন ২০০ টন অক্সিজেন ভিনরাজ্যে পাঠাবে তারা। করোনায় অক্সিজেন সংকট চলছে যে রাজ্যগুলিতে, সেখানে পাঠানো হবে এই অক্সিজেন। ইতিমধ্যেই করোনা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশের এই হালের জন্য কেন্দ্রই দায়ী বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের দাবি, বাংলায় যে হারে করোনা ছড়াচ্ছে তাতে আর কয়েকদিন পর রাজ্যে রোজ ৪৫০ টন অক্সিজেন দরকার হবে। এই পরিস্থিতিতে রাজ্য থেকে রোজ ২০০ টন অক্সিজেন নিয়ে গেলে পশ্চিমবঙ্গে অক্সিজেনের সংকট তৈরি হবে। ইতিমধ্যেই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার রাতে অক্সিজেনের অভাবে কলকাতার দক্ষিণ শহরতলিতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার বলে অভিযোগ।
