ব্রেকিং নিউজ রাজ্য

হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের! জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার

সন্দেশখালি ইস্যুতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। তারই মধ্যে এবার কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, এদিন পুলিশের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক।

সন্দেশখালিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। টানা ১৭ দিন ধরে জেলে থাকার পর মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে মুক্তি দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ অমান্য হলে তা আদালত অবমাননার সামিল হবে। সেক্ষেত্রে নোটিসও জারি হতে পারে।

নিরাপদ সর্দারকে শর্তসাপেক্ষে জামিন দিয়ে এদিন আদালত জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে রোজ হাজিরা দিতে হবে তাঁকে। আর এই শর্ত না মানলে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়াই তাঁর জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত।