ব্রেকিং নিউজ রাজ্য

পুজো কমিটিগুলিকে বড় সুযোগ রাজ্যের

করোনা আবহে কীভাবে হবে দুর্গাপুজো? সম্প্রতি এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নাগরিক এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে। এমনকী কতটা মানতে হবে কোন কোন নিয়ম? পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক শেষে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

মঙ্গলবার মুখ্যসচিব বলেন, ‘‌কোভিড–১৯–এর জন্য অনেক পুজো কমিটি স্পনসর পায়নি। এই বছরও কোভিড চলছে। মুখ্যমন্ত্রী আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই আমি পড়ে শোনাচ্ছি। গতবছরে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এবারেও সেগুলো বজায় থাকছে।’‌

আজ তিনি ঘোষণা করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পুজো করতে লাগবে না কোনও লাইসেন্স। অর্থাৎ দমকল লাইসেন্স ও বিদ্যুৎ লাইসেন্স লাগবে না। পুজো কমিটিগুলির দুশ্চিন্তা দূর করে বিদ্যুৎ বিলের উপরও ছাড় দেওয়া হবে। এবার প্রতিটি পুজোর বিদ্যুতের বিলে ৫০ শতাংশ মুকুব করা হবে।

রাজ্যে এখনও কমেনি করোনা সংক্রমণ। ফলে কোভিডবিধি মেনে এবার ক্লাবগুলিকে পুজোর আয়োজনের নির্দেশ দেন মুখ্যসচিব। তিনি বলেন, ‘‌কোভিড বিধি মেনে না চললে আবার বাড়বে। কেরলের মতো অবস্থা হবে। তাই সাবধানে থাকুন।’‌ ইতিমধ্যে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে তৃণমূলের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আদর্শ আচরণবিধি চালু থাকায় মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী।