পঞ্চায়েত নির্বাচন রাজ্য লিড নিউজ

‘আদালতের নির্দেশ মেনে কাজ করেনি রাজ্য নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় বাহিনী’; রাজীব সিনহা, বিএসএফের আইজিকে Contempt নোটিশ শুভেন্দুর

‘আদালতের নির্দেশ মেনে কাজ করেনি রাজ্য নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় বাহিনী এবং ভোট পরিচালনার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা’, এমনটাই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আদালত অবমাননার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার সহ পঞ্চায়েত ভোট পরিচালনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। এই মর্মে রাজীব সিনহা, বিএসএফের আইজিকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।

পঞ্চায়েত ভোট উপলক্ষে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এলেও আদালতের নির্দেশ মেনে তাদের যথাযথভাবে মোতায়েন করা হয়নি। যদি কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে মোতায়েন করা হত, তাহলে এত অশান্তি, মৃত্যুর ঘটনা ঘটত না, বলেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, পঞ্চায়েত ভোটে যে সমস্ত ভোটারের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। ভোট অশান্তিতে যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ৫০ লক্ষ টাকা, আর যাঁরা আহত হয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা।