ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতা পুরভোটে নির্দেশিকা জারি রাজ্য নির্বাচন কমিশনের

১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। আর তার আগেই কলকাতা পুলিশ কমিশনার, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক (দক্ষিণ ২৪ পরগনা), বিশেষ এবং সাধারণ পর্যবেক্ষকদের নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, বুথ ক্যাপচারিং এবং রিগিং যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনীকে। ভোটারদের কোনওভাবেই প্রভাবিত করা যাবে না। ভোটাররা যাতে নিরাপদে তাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারেন, কোনও ভাবে তারা যাতে হুমকির সম্মুখীন না হন, সেদিকেও নজরে রাখতে হবে।

নির্দেশিকায় আরো বলা হয়েছে, কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর গাড়ি বিনা অনুমতিতে ভোটের দিন অনুমতি ছাড়া চলাচল করতে পারবে না। এমনকি কোনও বাইক বাহিনীর মিছিল করা যাবে না। যে সমস্ত ব্যক্তির সশস্ত্র নিরাপত্তা রক্ষী রয়েছে, তাঁরা ভোট দিতে গেলে পোলিং স্টেশনের বাইরে সিকিউরিটিকে দাঁড় করিয়ে রাখতে হবে। নিরাপত্তা রক্ষী নিয়ে যথেচ্ছ ঘুরতে পারবেন না কেউ।

পাশাপাশি, কলকাতা পুরভোটে সব স্পর্শকাতর বুথের তালিকা কমিশনকে দিল কলকাতা পুলিশ। ১১০০-র কিছু বেশি বুথকে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনারকে সেই তালিকা তুলে দিয়েছে কলকাতা পুলিশ। এই সব স্পর্শকাতর বুথে বাহিনী মোতায়েন থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ের নকশাও কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। সব স্পর্শকাতর ভোটকেন্দ্রে রুট মার্চ শুরু আজ সন্ধ্যা থেকে।