ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যের DA মামলার পরবর্তী শুনানি আগামী বছর, কবে?

মামলার পরবর্তী শুনানি আগামী ৭ জানুয়ারি ২০২৫-এ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে হতে চলেছে। তবে এর মধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মামলায় নতুন মোড় আনতে পারে।

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে ৫০ শতাংশ থেকে ৫৩ শতাংশ করেছে। রাজ্য সরকারি কর্মীরা এখনও মাত্র ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন, ফলে ৩৯ শতাংশের পার্থক্য রয়ে গেছে। ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এই বিশাল ব্যবধানের ফলে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এবং কো-অর্ডিনেশন কমিটি ইতিমধ্যেই ডিএ নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে।

সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান, “সংগ্রামী যৌথ মঞ্চ এখনও ডিএ মামলার অংশীদার নয়, তবে প্রচেষ্টা চলছে। আমরা আইনজীবীদের সঙ্গে হাইকোর্টে আলোচনা করেছি এবং এই বৃহৎ লড়াইয়ে সবাইকে পাশে চাই।”

তিনি আরও বলেন, “রাজ্য সরকারকে কেন্দ্রের মতোই ডিএ দিতে হবে। রাজ্যজুড়ে ২৯ অক্টোবর দু’ঘণ্টার কর্মবিরতির ঘোষণা করা হয়েছে।” যা মামলায় একটি নতুন মাত্রা যোগ হতে চলেছে।