বুধবার রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। তাই আগেই এল বড় আপডেট। নির্দেশ মতো মামলাকারী সংগঠন সরকারি কর্মচারি পরিষদ ও ইউনিটি ফোরাম শর্টনোট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। আর এক মামলাকারী সংগঠন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন শর্টনোট জমা দেবে এদিন। মামলাকারী সংগঠনগুলি আশা করছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি ডিসমিস হয়ে যাবে। এদিনই এই মামলা ডিসমিস হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন আইনজীবীদের একাংশ।
উল্লেখ্য, সোমবারই সুপ্রিম কোর্টে রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানির হওয়ার কথা ছিল। তবে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর মধ্যে এই মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। মামলাটি শুনবেন বিচারপতি দীপঙ্কর দত্ত।