ফের সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা। সোমবার এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। রাজ্য সরকারি কর্মচারীদের দায়ের করা ডিএ মামলার শুনানি হবে বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে।
এর আগে ১২ বার এই মামলাটির শুনানি হলেও বিভিন্ন কারণে মামলার তারিখ পিছিয়ে যায়৷ মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনও রায় সুপ্রিম কোর্ট দেয়নি। ১১৯ দিন পর আজ ফের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। এর আগে গত ১৮ মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিন শুনানি হয়নি। এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা। ১৫ জুলাই এই মামলাটির সিরিয়াল নম্বর ৬০।
বর্ধিত ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই নজর থাকবে সরকারি কর্মচারীদের৷