দেশ লিড নিউজ

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাজানো হল সংগঠন

বিহারের পাট চুকিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির। তাই বাংলায় সরাসরি দল পরিচালনা করবে বিজেপি’‌র কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় জমি শক্ত করলেও ক্ষমতা দখল করার জন্য এখনও অনেকটা পথ যেতে হবে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপি’‌র নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়েছে গেরুয়া শিবির। আর এখন বিধানসভা নির্বাচন। তাই সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের চোখ রাখা হচ্ছে।
বিজেপি’‌র পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার পর্যবেক্ষকের দায়িত্বে বহাল থাকছেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর সঙ্গে সহ–পর্যবেক্ষক হিসাবে থাকবেন অরবিন্দ মেনন ও অমিত মালব্য। এখানে শুধু নির্বাচনে জয়ের জন্য রণমীতিই তাঁরা ঠিক করবেন এমন নয়, মুকুল–দিলীপ গোষ্ঠীকোন্দল মেটানোরও দায়িত্ব তাঁদের। মালব্য হলেন বিজেপি’‌র আইটি সেলের প্রধান, যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার অভিযোগ কম কিছু নয়।
এদিন বিজেপি’‌র জাতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়ে দেন, বাংলার পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব সামলাবেন কৈলাস বিজয়বর্গীয়ই। বিধানসভা নির্বাচনের আগে কোনওভাবেই যাতে দলের অন্দরমহল গোষ্ঠীকোন্দলে জেরবার না হয় সেদিকেই নজর রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে যাতে দল দিকভ্রষ্ট না হয় সেদিকেই নজর অমিত শাহ, জেপি নাড্ডাদের। রাজ্য বিজেপি’‌র সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে রাজ্য বিজেপিতে মুকুল রায়ের আধিপত্য বৃদ্ধি পাবে বলে দলের অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়েছিল।
পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হিসাবে চলতি বছরেই ৫ বছর পূর্ণ করেছেন বিজয়বর্গীয়। ২০১৫ সালের জুলাই মাসে সিদ্ধার্থনাথ সিংকে সরিয়ে তাঁকে পর্যবেক্ষক নিয়োগ করেছিল দলের শীর্ষ নেতৃত্ব। সেই থেকে পশ্চিমবঙ্গে দলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগের মাধ্যম তিনি। তাঁর জমানাতেই লোকসভা নির্বাচনে ১৮টি আসন জেতে বিজেপি। পাঁচ বছরে পশ্চিমবঙ্গকে ভালভাবেই চিনেছেন তিনি। দলের অন্দরে নানা মতবিরোধের সমাধানে অরবিন্দ মেননের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বিধানসভা নির্বাচনের আগে তাঁকেও সরায়নি বিজেপি। আর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে টক্কর দিতে বিজেপি’‌র অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া। যার দায়িত্বে আছেন অমিত মালব্য।