ব্রেকিং নিউজ রাজ্য

৪৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদন রাজ্যের

রাজ্যের গরীব ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষায় অর্থ অভাব যাতে কোনো বাধা সৃষ্টি না করে তার জন্যই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পড়ুয়াদের আবেদন অনুমোদন করে রাজ্যজুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করা হয়েছে। এবার আরো বেশি ছাত্র ছাত্রীরা যাতে এই সুবিধা উপভোগ করতে পারে তার জন্য আরো ৪৫:হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, আগামী মাস থেকে নতুন করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জমা নেওয়ার কাজ শুরু হবে। তার জন্য রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়ে উচ্চশিক্ষা দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে 24 হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। যার জন্য 650 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যজুড়ে বিভিন্ন প্রায় 4 হাজরের বেশি ব্যাংকে ক্যাম্প করা হবে । এই ক্যাম্প থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ মৎসজীবী ক্রেডিট কার্ড এবং আর্টিজেন ক্রেডিট কার্ডের পরিষেবা দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের এগিয়ে বাংলা পোর্টালে আবেদন জমা পড়তে শুরু করেছে। যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে গিয়ে সমস্যা হয় তার জন্য একটি টোল ফ্রি নম্বর রয়েছে । সেখানে ফোন করে পড়ুয়ারা নিজেদের সমস্যা সমাধান করে নিতে পারবেন। রাজ্যের সরকারি, বেসরকারি এবং কো-অপারেটিভ ব্যাংকগুলো থেকে এই ঋণের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাবতীয় নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।