চারিদিকে করোনা ভ্যাকসিনের হাহাকারের মধ্যে নতুন উদ্যমে হাবড়ায় শুরু হল ব্যাপকভাবে টিকাকরণ কর্মসূচি। দীর্ঘ দিন ধরে এই কর্মসূচি চললেও অন্যান্য জায়গার মত হাবড়াতেও দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে না পাওয়া, ভোর থেকে লাইনে দাঁড়ানোর মত নানা অভিযোগ ছিলই।
সেই সমস্যাকে মাথায় রেখে হাবড়া পুরসভার নব নিযুক্ত পুরপ্রশাসক মন্ডলীর সদস্য ডাক্তার শঙ্কর প্রসাদ সরকার ও পুরসভার জনস্বাস্থ্য বিভাগের প্রধান তারক দাসের উদ্যোগে আজ নতুন করে হাটথুবা গ্রাম সেবা সঙ্ঘে টিকাকরণ কেন্দ্র চালু হল। আগে কলতান অনুষ্ঠান গৃহ ও জয়গাছি উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ চললেও ১,২,৩ ও ৬ নম্বর ওয়ার্ডের বিশেষ করে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে তা খুবই দূর হয়ে যেত। আরও যে দুটি কেন্দ্র আছে তা অনেক দূরে। স্বভাবতই সেবা সঙ্ঘে এই নতুন কেন্দ্র চালু হওয়ায় খুশি এলাকার মানুষ।
হাবড়া পুরসভার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মানস দাস জানান,”গতকাল মঙ্গলবার হাবড়ায় সর্বোচ্চ সংখ্যায় টিকাকরণ হয়েছে। একদিনে ৮৭৯ জনকে আমরা টিকা দিতে পেরেছি। আজকেও এই নতুন কেন্দ্র ধরে মোট তিনটি কেন্দ্রে ৫৫০ জনকে টিকা দেওয়া হয়েছে। আগামীদিনেও এই কর্মসূচি চলবে।”