আজ, সোমবার থেকে শিয়ালদহ ও হাওড়া শাখায় বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেন। আজ থেকে শিয়ালদহ শাখায় সারাদিনে ৪৬২টি স্টাফ স্পেশাল ট্রেন চলবে। সংশ্লিষ্ট শাখায় ৩৯০টি বিশেষ ট্রেন চলত। আজ থেকে এক ধাক্কায় ৭২টি ট্রেন বাড়ানো হচ্ছে। এই স্টাফ স্পেশাল ট্রেনে এখন সাধারণ যাত্রীরাও উঠছে। তাতে ভিড় হচ্ছে। এই ভিড় কমাতেই বাড়ানো হলো ট্রেনের সংখ্যা।
উল্লেখ্য, এই শাখায় ইতিমধ্যেই কাউন্টার থেকে ডেইলি টিকিট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যদিও কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে। একইভাবে আজ থেকে হাওড়া শাখাতেও স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ছে। ১৯৪টির বদলে সারাদিনে ওই শাখায় চলবে ২০৪টি স্পেশাল ট্রেন। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কী রাজ্যে করোনা সংক্রমণ বাড়ানোর জন্য? এদিকে দেখানো হচ্ছে রাজ্যের অনুমতি না পেয়ে লোকাল চালানো হচ্ছে না।
অন্যদিকে, যদিও হাওড়া শাখায় কাউন্টার থেকে ডেইলি টিকিট ইস্যুর সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। সূত্রের খবর, হাওড়া সেকশনে এই টিকিট ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে না। উচ্চপদস্থ কর্তারা তা বাতিল করেছেন। স্টাফ স্পেশাল ট্রেন শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য চালানো হচ্ছে তাও বারবার স্পষ্ট করে দিয়েছে রেল। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি হল—স্বাস্থ্য বিভাগ, সংবাদমাধ্যম, ডাকঘর কর্মী, টেলিফোন কর্মী, পুলিস, ব্যাঙ্ক বিমা সংস্থা প্রমুখ। কিন্তু দেখা যাচ্ছে সবাই ট্রেন পরিষেবা নিচ্ছেন। তাহলে কী ঘুরপথে লোকাল ট্রেন চালানো হলো না?