শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার দিনভর টানা সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পর বৃহস্পতিবারই কলকাতা এলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তার সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। কলকাতায় পৌঁছে তিনি জানান, তার সিল করে দেওয়া বাড়িতেই থাকবেন তিনি। উল্লেখ্য, বুধবার সকাল ১০টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেয় সিবিআইয়ের ১১ জনের একটি দল। দিনভর দফায়-দফায় উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি, তাঁর আবাসনে গিয়েও তল্লাশি চালান কেন্দ্রীয় প্রতিনিধিরা। তারপরেই বৃহস্পতিবার কলকাতার আসেন সুবীরেশ ভট্টাচার্য। তবে, বুধবার সিবিআই জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাঁর কলকাতায় আসার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।
অন্যদিকে, এসএসসি নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রদীপ সিংহের সল্টলেক জিডি ব্লকের অফিসে তল্লাশি চালায় সিবিআই। সঙ্গে ছিল টেকনিক্যাল টিমও। সূত্রের খবর, এই অফিসে রোজ যেতেন প্রদীপ। উল্লেখ্য, বুধবারই নিউ টাউন থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। তারপরেই প্রদীপ সিংহের বাড়িতে হানা দেন সিবিআর আধিকারিকরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য লিঙ্ক ম্যান হিসেবে কাজ করতেন বলেই অভিযোগ উঠছে। কাদের কাছে টাকা পৌঁছে দিতেন প্রদীপ? কীভাবে পৌঁছে দিতেন? মিডলম্যানের তালিকায় আরও কেউ রয়েছে নাকি সেসমস্ত বিষয়েই তদন্ত চালাচ্ছে সিবিআই, এমনটাই সূত্রের খবর।