এসএসসি (SSC) নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় CBI তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, এসএসসি দুর্নীতির (SSC Scam) তদন্তে সিবিআই কিছুই করেনি। সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, অন্ধকার সুড়ঙ্গের শেষে কোনও আলো দেখতে পাচ্ছেন না তিনি। এমনকি, সিবিআই-এর থেকে সিটকে (SIT) ভালো বলে দাবি করেছেন তিনি। শিক্ষা নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার দায়িত্ব সরাসরি সিবিআইকে দেন তিনি।
মঙ্গলবার আদালতে তিনি বলেন, ‘নিয়োগ দুর্নীতিতে সিবিআই কী করবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নভেম্বরে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তদন্তের গতি সেভাবে এগোয়নি।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একটি মামলার শুনানিতে প্রথমেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই একাধিক কর্মীর চাকরি বাতিল হয়। তাঁদের বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়। শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরিও যায়। এই দুর্নীতিতে উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও। সিবিআই জেরার হাজিরা দিতে যান তিনিও। কিন্তু তদন্তে গতি আসেনি। এবার এসএসসি দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি নিজেই আস্থা হারালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।