রাজ্য লিড নিউজ

SSC Scam: ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই পার্থ

এসএসসি দুর্নীতি মামলার নয়া মোড়। বুধবার আলিপুরের বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে কারণেই আগামী ১৪ দিনের জন্য তাঁকে ফের জেল হেফাজতে পাঠাল বিশেষ আদালত।

সূত্রের খবর, আগামী ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে,পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন না করলেও শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহা এদিন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের কারোর আবেদনই মঞ্জুর করেনি আলিপুর বিশেষ আদালত। তাই এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহাকেও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আলিপুরের বিশেষ আদালত।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।