এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। সাত দিনের মধ্যে অঙ্কিতা অধিকারীর জায়গায় ববিতা সরকারকে নিয়োগ করতে হবে, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে অঙ্কিতার ফেরত দেওয়া বেতনের টাকা ১০ দিনের মধ্যে সুদ সহ দিতে হবে ববিতাকে, নির্দেশ হাইকোর্টের।
জানা গিয়েছে, অঙ্কিতা অধিকারী শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়ার দিন থেকে পাওয়া সমস্ত বেতন সংক্রান্ত সুযোগ সুবিধা ববিতা সরকার কে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ইতিমধ্যেই আদালতের নির্দেশে অঙ্কিতা অধিকারী প্রথম কিস্তির টাকা জমা দিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা জমা করার পরই ওই টাকা ববিতা সরকারকে দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ডিসেম্বর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন ববিতা সরকার। ২০১৭ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয় মেধা তালিকা। সেখানেই ওয়েটিং লিস্টে ববিতার নাম ছিল। প্যানেল লিস্টে থাকা প্রার্থীদের চাকরির পর ওয়েটিং লিস্টের প্রার্থীদের ডাকা হয়। ববিতার নাম ছিল ২০ নম্বরে। কিন্তু, দ্বিতীয় কাউন্সেলিংয়ের পর ববিতা জানতে পারেন তাঁর নাম ২১ নম্বরে চলে গিয়েছে। তারপরই ববিতা জানান মন্ত্রীকন্যা পরীক্ষায় পেয়েছিলেন ৬১ নম্বর। কিন্তু তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৭৭। সেক্ষেত্রে কেন তাঁকে নিয়োগ করা হল না! এই বিষয় নিয়েই আদালতে দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। ৪৩ মাস চাকরি থেকে বঞ্চনা করা হয়েছে ববিতা সরকারকে।
উল্লেখ্য, বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। সেই কারণেই শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করা হলে তাঁকে বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা দুই কিস্তিতে ফেরতের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।