স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ। ধৃত ‘মিডলম্যান’-কে জেরা করে নয়া তথ্য মিলেছে। অ্যাডমিট কার্ডের নম্বর ধরে ধরে এবার অযোগ্য প্রার্থীদের খোঁজে সিবিআই।
নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রদীপ সিংহ। এর পরেই বৃহস্পতিবার তার সল্টলেকের অফিসে প্রায় সাড়ে ৩ ঘন্টা চলে টানা তল্লাশী। জিডি ব্লকের ২৫৩ নং বাড়ি যান তদন্তকারী আধিকারিকরা। তদন্ত সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই অফিসে আসতেন প্রদীপ সিংহ। সিবিআই সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে চাকরি পাইয়েও দিয়েছিলেন। আরও কারা এখানে জড়িত রয়েছে, নিয়োগ দুর্নীতির শিকড় কত গভীরে সেটারই খোঁজ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে একটি কম্পিউটার সেট-আপ ছিল। সেটা প্রদীপ চালাতেন। সেখান থেকে প্রচুর তথ্য পাওয়া গিয়েছে। যেমন ইমেল আইডি, যোগ্য নয় এমন প্রার্থীদের নামের তালিকা ও ফোন নাম্বার। singh1988pradip@gmail.com এই ইমেল থেকেই সবথেকে বেশি নামের তালিকা পাওয়া গিয়েছে।