রাজ্য লিড নিউজ

SSC Scam Case: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ইডি’র হানা

সাতসকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিল ইডি। এছাড়াও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা। পার্থর বাড়িতে উপস্থিত সিআরপিএফ অফিসাররাও। বাসভবন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজ্যের ১৩ টি জায়গায় ইডি অভিযান চালাতে পারে।

অন্যদিকে, শুক্রবার সকালে মেখলিগঞ্জে ৩ নং ওয়ার্ডে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে বাড়ি। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আধিকারিকরা। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রাথমিকভাবে জানা গেছে, এসএসসি দুর্নীতি মামলার তদন্ত করতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর বাড়িতে একসঙ্গে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।

মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর বাড়িতে ইডি’র তল্লাশি চলছে। চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি। এর আগে গাঙ্গুলী কে এই একই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সকালে ইডি আধিকারিকদের একটি দল বিধান নগরের ইডি দপ্তর থেকে বেরিয়ে কল্যাণময় গাঙ্গুলীর কাদাপাড়ার ফ্ল্যাটে এসে পৌঁছায়। এই মুহূর্তে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে।