নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হল সুবীরেশ ভট্টাচার্যকে। রাজ্য সরকারের সুপারিশের পরই বুধবার তাতে সিলমোহর দিয়েছে রাজভবন। পাশাপাশি তিন মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান।
দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর প্রায় ৩ বছর আগেই তৃণমূলে যোগ দেন তিনি। এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দার্জিলিং হিল ইউনিভার্সিটিরও উপাচার্য ছিলেন সুবীরেশবাবু। দার্জিলিং হিল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে সুবীরেশ ভট্টাচার্যকে। তবে, সেখানে তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
সুবীরেশ ভট্টচার্যের গ্রেফতার হওয়ার পর থেকেই গোটা উত্তরবঙ্গ তাঁকে অপসারণের দাবিতে সরব হয়েছিল। যদিও সুবীরেশের গ্রেফতারির পরই তাঁর অপসারণের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য। তবে রাজ্যপাল লা গণেশন বাংলায় উপস্থিত না থাকায় সে প্রক্রিয়া থেমে ছিল। এরপরই বুধবার সুবীরেশ ভট্টাচার্যকে অপসারণ করা হল। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন ওমপ্রকাশ মিশ্র।
উল্লেখ্য, ২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের। ওই রিপোর্ট অনুযায়ী, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি।