রাজ্য লিড নিউজ

SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য

এসএসএসির দুর্নীতি মামলায় এবার গ্রেফতার করা হল প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। এসপি সিনহা, কল্যাণময় ভট্টাচার্য, অশোক সাহার পর এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে।

বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালেয়র উপাচার্য তিনি। এর আগে তাঁর শিলিগুড়ির বাড়ি ও দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের বিপুল সম্পত্তির হদিশ মেলে। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেদিনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করা বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এই নিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হল।

মূলত তাঁদের কাছ থেকে সিবিআই জানতে চাইছে, এসএসসি’র নিয়োগপত্র কার নির্দেশে দেওয়া হয়েছিল? নিয়োগপত্র নিয়ে তাঁদের কী ভূমিকা ছিল? এর উত্তর পেতে তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরার কথাও ভাবছে সিবিআই। তেমনটাই সিবিআই সূত্রের খবর। এবার সুবীরেশ ভট্টাচার্যকেও তাদের সামনে বসানো হবে কিনা, তা সময়ই বলবে।