ব্রেকিং নিউজ রাজ্য

SSC Issue: CBI এর পাশাপাশি তদন্ত করবে ED

কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর নড়েচড়ে বসেছে সব মহল। এই মামলায় প্রাক্তন উপদেষ্টা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম পর্যন্ত জড়িয়ে গিয়েছে। এবার জানা গেল, সিবিআই ছাড়াও এই এসএসসি ইস্যুতে তদন্ত শুরু করতে চলেছে ইডি। নিয়োগে আর্থিক দুর্নীতি নিয়ে আগেই সিবিআই এফআইআর করেছিল। তার প্রেক্ষিতেই তদন্তে নামছে ইডি।

দাবি, এসএসসি নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তাতে অনেক টাকা লেনদেন হয়েছে। সেই আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি। এর সঙ্গে কারা কারা জড়িত, কে কত টাকা নিয়েছেন, সবকিছুর জন্যই শুরু হবে তদন্ত। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে তারা এবং এই ঘটনার তদন্তের জন্য আলাদা দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই গ্রুপ ডি মামলায় আদালতে রিপোর্ট পেশ করেছে বিচারপতি বাগের অনুসন্ধান কমিটি।

অন্যদিকে মঙ্গলবার এসএসসি গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের তত্‍কালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হলে পার্থ-র হাজিরার নির্দেশের উপর চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতিরা।