স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র পাশাপাশি গ্রুপ সি-র কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে৷ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে গত ২ ডিসেম্বর বিস্তারিত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দেয় মামলাকারীরা। ওই রিপোর্ট খতিয়ে দেখে ‘ভুয়ো’ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷
আজকের শুনানিতে আদালত জানতে চেয়েছে, কত জনকে এসএসসি রেকমেন্ডেশন করেছে, কত জনকে নিয়োগ করা হয়েছে, কতজন চাকরিপ্রার্থী এখনও ওয়েটিংয়ে আছে এবং কত পোস্ট এখনও খালি পড়ে রয়েছে৷
মামলাকারী কলকাতা হাই কোর্টে অভিযোগ জানিয়েছিলেন যে, এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীর নিয়োগে দুর্নীতি হয়েছে। অভিযোগের ভিত্তিতেই মামলাকারীর থেকে ‘ভুয়ো’ নিয়োগের সমস্ত নথি অর্থাৎ যাঁদের অস্বচ্ছ ভাবে নিয়োগ করা হয়েছিল, তাঁদের নাম-ঠিকানা-নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছিল আদালত। সেই রিপোর্ট ইতিমধ্যেই আদালতে জমা পড়েছে৷
এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে একটি হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাতে গ্রুপ সি-তে কতগুলি পদ ফাঁকা ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, এখনও কত জনের নাম প্যানেলে রয়েছে – এমন সব তথ্য দিতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে জেলা স্কুল পরিদর্শকদের কাছে এইসব সুপারিশপত্রের প্রতিলিপি কাদের কাছ থেকে গিয়েছে। এর পরেই এই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে হাইকোর্ট। ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।