এসএসসি নিয়োগের ঘোষণা হল আজ। প্রায় ছয় বছর পর এই ঘোষণা করল শিক্ষা দপ্তর।, ৫২৬১ টি এসএসসি পোস্ট বাড়ানো হল বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শারীরশিক্ষা, কর্মশিক্ষা এসব বিভাগে পোস্ট তৈরি করা হয়েছে। জানা গেছে, ৭৫০ জনকে নিয়োগ করা হবে কর্মশিক্ষায় এবং ৮৫০ জনকে শারীর শিক্ষায়। এসএসসির সুপারিশ মেনেই মুখ্যমন্ত্রী এই পদের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন।
এদিন সকালে স্কুল সার্ভিস কমিশনের দফতর তথা আচার্য সদনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র স্কুলের জন্য কেবল প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। তবে কত শূন্যপদ রয়েছে তা এদিন স্পষ্ট করে জানায়নি SSC।
আবেদন কীভাবে জানানো যাবে, আবেদনের তারিখ, ফি, লিখিত পরীক্ষার দিনক্ষণ, কত শূন্যপদ রয়েছে ইত্যাদি খুব শিগগির বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ নিয়ে গত কয়েক বছর ধরে ধারাবাহিক মামলা ও বিতর্ক চলছে। নিয়োগের স্বচ্ছতার অভাব নিয়ে প্রার্থীদের অনেকের বিস্তর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে একাধিক মামলায় এখন জর্জরিত এসএসসি। এসবের মধ্যেই ফের চাকরির আসন বাড়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।