আদালতের নির্দেশে ববিতা সরকারকে সুপারিশ পত্র হাতে তুলে দিল স্কুল সার্ভিস কমিশন।
অবশেষে চাকরি নিয়োগের সুপারিশ পত্র হাতে পেলেন বঞ্চিত থাকা এসএসসি চাকরিপ্রার্থী ববিতা সরকার। আজ সল্টলেক আচার্য সদনে তিনি এসে তার সুপারিশ পত্র হাতে নেন। তিনি মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতে চান এবং সেখানে তাকে নিয়োগ পত্র দেয়া হবে এমনটাই জানিয়েছেন তিনি।
মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, পরেশ অধিকারীর মেয়েকে সরিয়ে দিয়ে চাকরিতে বহাল করতে হবে ববিতা সরকারকে। সেইমতো আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ সুপারিশ পত্র তুলে দেওয়া হয় ববিতা সরকারকে। তবে আর যারা বঞ্চিতরা আছেন তাদেরও খুব শীঘ্রই চাকরি দেওয়া হবে। কারণ এতদিন সার্ভার রুম বন্ধ থাকায় কাজ এগোয়নি। এবার সার্ভার রুম খুলে দেওয়া হয়েছে। তাই যারা বঞ্চিত আছেন তারা চাকরি খুব শীঘ্রই পাবেন এমনটাই জানান ববিতা সরকার।