জেলা রাজ্য

বন্ধ হয় গেল শ্রীরামপুর বাজার!‌

আগেই সতর্ক করা হয়েছিল। এবার পদক্ষেপ করা হল। করোনা সংক্রমণ ঠেকাতে শ্রীরামপুরের সব বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। ফলে বাসিন্দারা প্রবল চাপের মুখে পড়লেন। শ্রীরামপুর মহকুমাশাসকের দপ্তরে পুরসভা ও বাজার কমিটির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে খেটে খাওয়া মানুষের চিন্তার অন্ত থাকল না।
স্থানীয় সূত্রে খবর, পুর এলাকায় প্রায় ১৮টা ছোট–বড় বাজার রয়েছে। লকডাউন চললেও সেই বাজারে অতিরিক্ত ভিড় করছে মানুষ। শ্রীরামপুরে তিনজনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে। লকডাউনের নিয়ম না মানলে আরও বেশি করে আক্রান্ত হতে পারে। ইতিমধ্যেই জেলাশাসক ওয়াই রত্নাকর রাও পুরসভা অঞ্চলগুলিকে অবরুদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। শুরু হয়েছে বাড়তি নজরদারি। সেই কারণেই মাছ, সবজি বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরপ্রধান অমিয় মুখার্জি জানান, মুদিখানা ও মিষ্টির দোকান বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। বাজার কমিটি ও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা ঠিক করবেন বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করবেন কারা। আপাতত প্রতিটা ওয়ার্ডের জন্য ২০টা করে ভেন্ডার দেওয়া হবে, যাঁরা পাড়ায় পাড়ায় ঘুরে কাঁচা আনাজ ফেরি করবেন।