সাধারন মানুষের বিক্ষোভের আগুনে জ্বলছে দ্বীপ রাষ্ট্র। আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। এবার বিপদগ্রস্ত শ্রীলঙ্কাবাসীকে ফেলে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সুত্রের খবর, শ্রীলংকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তনোভ ৩২ সামরিক বিমানে রাষ্ট্রপতি তার স্ত্রী এবং একজন দেহরক্ষী নিয়ে সপরিবারে আশ্রয় নিয়েছেন মালদ্বীপে। মালদ্বীপে নামার পর সেনাবাহিনী নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এক অজ্ঞাত স্থানে।
বুধবার তার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার কথা ছিল। কিন্তু বিক্ষোভকারীদের চাপে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন রাষ্ট্রপতি। দেশ ছেড়ে পালানোর আগে গোটাবায়া রাজাপাক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চেয়ে ভিসার আবেদন করেছিলেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই আবেদন অগ্রাহ্য করেছে। সে কারণেই গোটাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে বিক্ষোভকারীদের দখলে রয়েছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের মধ্যেই চলছে পিকনিক, তাস খেলা আর ক্যারাম খেলা। একদিকে যখন দেশ চরম আর্থিক অভাবে ভুগছে, গ্যাস অপ্রতুল, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সেই পরিস্থিতিতে দেশে দেখা দিয়ে দিচ্ছে সাংবিধানিক সংকট। সুযোগ বুঝেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও সন্ধান ছিল না। এমনও শোনা গিয়েছিল যে তিনি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতেই সেনা বিমানে দেশ ছেড়ে পালান গোতাবায়া। রাষ্ট্রপতি না থাকার কারণে ,সংবিধান অনুযায়ী,রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে ৩০ দিনের মধ্যেই।