আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Srilanka: আর্থিক সংকট, আজ থেকে স্কুল-কলেজ, অফিস বন্ধ

এখনো চরম আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতি মোকাবেলা করতে স্কুল-কলেজ ও অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, “দেশে পর্যাপ্ত জ্বালানি নেই। তাই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। নিজেদের গাড়ি থাকলেও তা নিয়ে রাস্তায় বেরনো যাচ্ছে না। সেই কারণেই খুব কম সংখ্যক কর্মচারীকে নিয়ে অফিস চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।”

জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। যানবাহন চালানোর মতো প্রয়োজনীয় তেলও নেই সে দেশে। আর সেই কারণেই আপাতত সরকারি অফিস ও শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। সোমবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানা গিয়েছে। তবে অনলাইন ক্লাস চলবে এবং ছুটি নেই চিকিৎসাকেন্দ্রগুলির কর্মচারীদের। অফিসে এসেই কাজ করতে হবে তাঁদের, বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, বিদেশি মুদ্রাও একেবারে ফুরিয়ে এসেছে সেই দেশে। সেই কারণে বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে পারছে না তারা। সঞ্চিত জ্বালানির পরিমাণও প্রায় শেষের দিকে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দিনে প্রায় ১৩ ঘণ্টা ধরে লোডশেডিং থাকছে। এমন অবস্থায় দেশের শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, দিনের অধিকাংশ সময়েই বিদ্যুৎ থাকছে না। সেই কারণেই আপাতত স্কুল বন্ধ থাকবে। বাড়িতে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা চলবে। তবে বিদ্যুৎ না থাকলে অনলাইন ক্লাস কী করে সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকছে।