বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথিলার পরিচয় হয়। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে তারা গত বছরের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
অগ্রহায়ণের রাত। চারপাশ ঘেরা ছাদের রেলিং। টবে টবে বাহারি ফুল গাছ, তাতে শোভা পাচ্ছে রকমারি ফুল। এই ছাদবাগাদের মাঝে আসর বসেছে। সস্ত্রীক বসে আছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দাঁড়িয়ে গান গাইছেন কবি শ্রীজাত। তার সঙ্গে গিটার বাজাচ্ছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। একপাশ থেকে এই দৃশ্য ভিডিও পরিচালক সৃজিত মুখার্জি।
মিথিলাকে ভিডিওতে দেখা না গেলেও তিনি আড্ডায় ছিলেন। ভিডিওটি মিথিলা তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন- ‘আড্ডা, গান।’
তবে এবারই প্রথম নয়, মাঝেমধ্যেই সৃজিতের ছাদবাগানে এমন বৈঠকী আসর বসে। কিছুদিন আগে ঋদ্ধি সেনসহ বেশ কয়েকজনকে নিয়ে সৃজিত আড্ডায় মেতেছিলেন। গত দুর্গাপূজার সময়েও সৃজিতের ছাদবাগানে আড্ডা দেন- সত্রাজিত সেন, গায়ক শায়ান চৌধুরী অর্ণবসহ অনেকে। যেখানে হারমোনিকা বাজিয়ে সৃজিত সবাইকে মুগ্ধ করেছিলেন। করোনা সংকট শুরুর আগে থেকে সৃজিত-মিথিলা দুজন দুই দেশে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় পর গত ১৫ আগস্ট মিথিলা কলকাতায় আসেন।