চিন্তার নাম করোনা ভাইরাস। গোটা দেশ এখন করোনার তৃতীয় ঢেউ এর সামনে দাঁড়িয়ে। দৈনিক সংক্রমণের সংখ্যা ক্রযমশ ঊর্ধ্বমুখী। এমতাবস্থায় নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় থাবা বসাল করোনা। বছরের প্রথম দিনই করোনা পজিটিভ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবর জানিয়েছেন।
প্রথমে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, তার অল্প উপসর্গ রয়েছে। তেমন কিছু অসুবিধা নেই। চিকিৎসকের পরামর্শ মতো নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরকে করোনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।
জিৎ গঙ্গোপাধ্যায়ের পরই সোশ্যাল মিডিয়ায় সৃজিত মুখোপাধ্যায় লেখেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। নিজেকে আইসোলেট করে রেখেছি। গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে যাঁরা এসেছে, দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করান।”
উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করেছে। কলকাতায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এর মাঝে চিন্তা বাড়িয়েছে ওমিক্রনও। শনিবার বিকেলের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, ইতিমধ্যে রাজ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। ৩১ ডিসেম্বর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বোন চিত্রাঙ্গদার করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শতরূপা সান্যাল। কোভিডের কারণে চিত্রাঙ্গদার বিয়েও আপাতত স্থগিত রাখা হয়েছে।