সৃজিত-মিথিলার ছোট্ট মেয়ে আইরা স্কুলে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা পুরস্কার জিতে নিল। গর্বিত বাবা-মা সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলা সেকথাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মিথিলা তার টুইটার পোস্টে লিখেছেন, ”আমার মেয়ে স্কুলের তরফে আয়োজিত ইংরাজিতে বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। আর বাংলায় বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে।” হ্যাশ ট্যাগ দিয়েছেন ‘আমি একজন গর্বিত মা’।
অন্যদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও একই কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। স্কুলের তরফে পাওয়া আইরার দুই শংসাপত্র এবং স্মারকের ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘গর্বিত বাবা’। তার পোস্ট থেকে জানা যাচ্ছে ছোট্ট আইরা তেহরিম খান ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
প্রসঙ্গত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রাশিদ মিথিলা ২০১৯-র ৭ ডিসেম্বের আইনি বিবাহ সারেন। মিথিলার একমাত্র মেয়ে ছোট্ট আইরা কলকাতাতেই তাদের কাছে থাকে।