বিনোদন

রাজ-শুভশ্রীর পার্টিতে সৃজিত-মিথিলা

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় নতুন বছর শুরুতে জমিয়ে পার্টি করলেন। ছোট্ট যুবানকে কোলে নিয়েই রাজ-শুভশ্রী পার্টিতে মাতলেন। আর এই পার্টিতেই দেখা গেলো সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলাকে। সঙ্গে ছিলো তাহসান-মিথিলার মেয়ে আইরা।রাজ, শুভশ্রীর পার্টির ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

এদিকে, বর্তমানে পরবর্তী ছবি বিসমিল্লাহর নয়া লুকে সামনে এসেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাবজি গাবজির পর শুভশ্রী বর্তমানে তার পরবর্তী ছবি নিয়েই ব্যস্ত হয়ে রয়েছেন। মা হওয়ার পরও যে অভিনেত্রী তার ক্যারিয়ারকে শক্ত হাতে আঁকড়ে ধরে রেখেছেন, একের পর এক কাজ থেকেই তা বেশ স্পষ্ট।ওই পার্টিতে উপস্থিত ছিলেন, কাঞ্চন মল্লিক, রাজ চন্দ, অরিজিৎ দত্ত, রুদ্রনীল ঘোষ, ফলক রশিদসহ অনেক তারকা।