চরম খাদ্য সংকটে শ্রীলংকা। দেখা দিয়েছে জলসংকটও। ইতিমধ্যেই বিশ্বের একাধিক রাষ্ট্রের কাছে মানবিক সাহায্যের আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘ। সাহায্যের হাত না বাড়ালে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে বলেই মনে করছে রাষ্ট্রসংঘ।
বর্তমানে শ্রীলঙ্কার জনসংখ্যা ২২ মিলিয়ান। তিন মাসেরও বেশি সময় ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্ব জুড়ে পড়েছে। যার পরিণতিতে অপরিশোধিত তেল এবং শস্যের দাম আকাশছোঁয়া। স্বাধীনতার পর এই প্রথম আর্থিকভাবে সংকটের মুখে পড়েছে শ্রীলংকা। এদিকে প্রায় ৬ মাস ধরে চলছে বিদ্যুৎ সংকটও। পর্যাপ্ত পরিমাণে জ্বালানিও পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে শ্রীলঙ্কায় দারিদ্রের পরিমাণও বেড়েছে দ্বিগুণ। বর্তমানে শ্রীলঙ্কায় দারিদ্রের পরিমাণ ২৫.৫ শতাংশ, যা ২০২১-এ ছিল ১৩ শতাংশ।
সূত্রের খবর, ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে খাদ্য-শস্য পাঠিয়েছে নয়া দিল্লি। কিছুদিনের মধ্যেই নয়া দিল্লি থেকে আরও খাদ্যশস্য এবং জ্বালানি পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলেই সূত্রের খবর।
রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্যের এই ঘাটতি বলে মনে করছেন অনেকেই। কারণ, সারা বিশ্বের মোট ৩০ শতাংশ গমই রাশিয়া আর ইউক্রেন মিলে সরবরাহ করে। যুদ্ধের জেরে এই সরবরাহ বন্ধ থাকার ফলেই এক ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে হচ্ছে গোটা বিশ্বকে।