চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এই মুহূর্তে দেনার দায়ে জর্জরিত শ্রীলংকা। ঋণের বোঝা যে জায়গায় পৌঁছেছে তাতে সে দেশের সরকারের অবস্থা খুবই খারাপ। মাথা তুলে দাঁড়ানোর জন্য দরকার সাহায্য, আর সেই সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। এই পরিস্থিতিতে ভালো বন্ধু বা পরিবারের একজনের মতোই প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। নিঃস্বার্থভাবে যত রকম সাহায্য করা যায় ঠিক তাই করছে ভারত সরকার।
সম্প্রতি, সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, শ্রীলঙ্কায় সমস্ত রকম পরীক্ষা বয়কট করেছে সেই দেশের সরকার কারণ দেশের সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য যত কাগজ দরকার সেই কাগজের জোগান দেওয়ার টাকা এই মুহূর্তে সরকারের কাছে নেই । আর সেই কারণেই সমস্ত রকম পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শ্রীলংকা সরকার। বর্তমানে একেবারে ধসে গেছে শ্রীলংকার অর্থনীতি। এই সময়ে পাশে দাঁড়িয়েছে ভারত।
এহেন পরিস্থিতিতে ভারত সরকারের এই ভূমিকায় মুগ্ধ ও কৃতজ্ঞ শ্রীলঙ্কা। বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের ক্রিকেটার অর্জুনা রণতুঙ্গা থেকে শুরু করে সনৎ জয়সূর্য, সকলেই একবাক্যে ভারত সরকারের সাহায্যের জন্য নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
শ্রীলঙ্কায় বর্তমানে বিদ্যুতের অভাবে ব্ল্যাক আউট চলছে। খাবার এবং প্রয়োজনীয় ওষুধের দামও আকাশ ছোঁয়া। মজুদ নেই রান্নার গ্যাস। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ১ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছে ভারত সরকার। পাঠানো হয়েছে জ্বালানি, ওষুধ সহ আরও নানান প্রকার সাহায্য।