শুরুটা বেশ ভালই হয়েছিল। কিন্তু তাতে ছেদ পড়ল বুধবার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে কোচ গৌতম গম্ভীরের অধ্যায় শুরু হয়। তবে ওয়ানডে সিরিজেই মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন ভারতীয় কোচ। তার অধীনে বুধবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে ১১০ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হারল ভারত।
ঘরের মাঠে ভারতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার প্রতিশোধই যেন নিল শ্রীলঙ্কা। এদিন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নেমে ১১০ রানের জয় পায় শ্রীলঙ্কা।
এই জয়ের ফলে দীর্ঘ ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা। সর্বশেষ ১৯৯৭ সালে জিতেছিল তারা। কলম্বোয় সিরিজ বাঁচানোর লক্ষ্যে খেলতে নেমেছিল ভারত। কিন্তু ২৪৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ১৩৪ রানে অলআউট হয় তারা।
শুভমান গিলকে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা। তবে ৬ রান করে গিল আউট হওয়ার পরেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। দলীয় ৩৭ রানে ১ উইকেট হারানো দলটি একটা সময় ৮২ রানে ৬ উইকেট হারিয়ে বসে।
দুনিথ ভেল্লালাগের ঘূর্ণিতে পথ হারানো ভারত পরে শুধু হারের ব্যবধানটুকুই কমাতে পেরেছে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক রোহিত। আর শেষ দিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করে ব্যবধান কমান ওয়াশিংটন সুন্দর। ২৭ রানে ৫ উইকেট তুলে নেন ভেল্লালাগে।