আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে তারাই এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে ঠিক ছিল। আর কার্যত অলিখিত সেমিফাইনাল ম্যাচে, তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। জয় পরাজয়ের নিষ্পত্তি হল শেষ বলে।

বৃষ্টির জন্য এদিনের ম্যাচ ৪২ ওভারে কমিয়ে আনা হয়। এদিন পাকিস্তান দলে হ্যারিস রাউফ ও নাসিম শাহ না থাকায় পাকিস্তান বোলিং বিভাগ কার্যত দুর্বল ছিল। ফলে পাকিস্তান দল জয়ের জন্য মূলত ব্যাটারদের ওপরে ভরসা করলেও দুএকজন ছাড়া সবাই ব্যাট হাতে ব্যর্থ হন।

শুরুতে রানরেট খারাপ থাকলেও মূলত রিজওয়ানের করা অপরাজিত ৮৬ রানের অপরাজিত ইনিংসের ওপরে নির্ভর করে আড়াইশো রানের গন্ডি টপকে যায় পাকিস্তান। উল্লেখযোগ্য ৪৭ রান করেন ইফতিকার। পাকিস্তানের ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে কুশল মেন্ডিসের ৯১ রানের ইনিংসের সৌজন্যে দুর্দান্ত শুরু করেও শেষ দিকে ইফতিকার ও শাহিন শাহ আফ্রিদির কার্যকরী বোলিং-এর সুবাদে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

জামানের শেষ ওভারের শেষ বলে লেগের দিকে ফ্লিক করে জয় এনে দেন আশালঙ্কা। রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।