বিনোদন

শ্রাবন্তীর দ্বিতীয় সন্তান!

রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়েটাও ভাঙতে যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির- এমন খবরে সয়লাব সংবাদমাধ্যম। তবে এরমধ্যেই এই নায়িকা দিলেন খুশির সংবাদ। তার দ্বিতীয় সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন!

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে শ্রাবন্তী জানান, তার দ্বিতীয় সন্তানের নাম ‘দ্য ফিটনেস এম্পায়ার’! আর এটি হচ্ছে তার নতুন জিম। এবং এভাবেই ব্যবসায়ী শ্রাবন্তীর নতুন ইনিংস শুরু হলো। গতকাল (৮ নভেম্বর) বারাসাতের স্টার মলে এর উদ্বোধন হয়।

উদ্বোধন শেষে শ্রাবন্তী তার ফেসবুকে লেখেন, ‌‘আজ আমার জন্য বিশেষ একটি দিন। প্রথমবারের মতো আমি নিজের জন্য কিছু শুরু করলাম। দ্য ফিটনেস এম্পায়ার আমার দ্বিতীয় সন্তান এবং এটা সবসময় আমার হৃদয়ের খুব কাছের। আমার এই জার্নির জন্য আপনাদের সবার আশীর্বাদ চাই আমি।’

শ্রাবন্তীর বর্তমান স্বামী রোশন সিং অনেক আগে থেকেই একটি জিমের মালিক। ফিটনেসের প্রতি তার বেশ ঝোঁকও আছে।

এদিকে, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে রোশান-শ্রাবন্তী ভালো নেই। এমনকি তারা আলাদা থাকছেন। আর বিভিন্ন সূত্র জানাচ্ছে, শিগগিরই এই অভিনেত্রীর ঘর ভাঙতে যাচ্ছে।