অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিতর্ক কিছুতেই তার পিছু ছাড়ে না। এককথায় তিনি টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন। বেজির গলায় শিকল পরিয়ে ছবি পোস্ট করেছিলেন নায়িকা। এই ছবি দেখে রীতিমতো গর্জে উঠেছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। তারাই গত ১৫ ফেব্রুয়ারি অভিনেত্রীর কাছে সমন পাঠিয়েছিলেন। তবে সেই সময় দেশের বাইরে কাশ্মীরে শ্যুটিং করছিলেন শ্রাবন্তী। তাই কিছুটা সময় চেয়ে নেন নায়িকা।
জানা গিয়েছে, শুধু শ্রাবন্তী নয়,সেই কেসে মেকআপ আর্টিস্ট, এক গাড়ির চালক সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।গতকালের পর আজ ফের শ্রাবন্তী,মেকআপ আর্টিস্ট ও শুটিং স্পটের গাড়ির চালক সহ চার জনকে তলব করা হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর দফতরে হাজিরা দিলেন শ্রাবন্তী।
ফের আজ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের দফতরে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সঙ্গে ছিল শুটিংয়ের সময় উপস্থিত থাকা বেশ কয়েকজন। গতকাল জিজ্ঞাসাবাদের পর তাকে আসতে বলা হয়।
মূলত শ্রাবন্তী যে সেলফি পোস্ট করেছিল সেই বেজিটি কোথায় ছিল, কার কাছে ছিল সেই বিষয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। গতকাল জিজ্ঞাসাবাদে শ্রাবন্তী জানায়, কোনো একটি শুটিং স্পটে এই বেজিটি একজন নিয়ে আসে তখন তিনি সেলফি তোলেন। সেই শুটিং স্পটে কে নিয়ে আসে, তাকে কি শুটিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল নাকি এই ভাবে শিকল পরিয়ে তাকে কেউ পুষছিলো? এখন সেই বেজিটি কোথায় আছে?এইসব নানা রকম প্রশ্নের উত্তর জানার জন্য শ্রাবন্তীর পাশাপাশি আরও বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।