বিনোদন

খোলামেলা পোশাকে মালদ্বীপে শ্রাবন্তী

পাহাড় আর সবুজের ভিড়। সেখানে যেন পরী ধরা দিয়েছে। মিস্টি হাসিতে নজর কেড়েছেন তিনি। তাঁর সেই ছবি দেখে মোহিত নেটপাড়ার ভক্তকুল। কারণ খোলামেলা পোশাকে যেন তন্বী হয়ে উঠেছেন তিনি। লাস্যময়ীর স্বচ্ছ পোশাকে উঁকি দিচ্ছে আলতো ক্লিভেজ। শরীরে হিল্লোল জেগে উঠেছে সবার। হ্যাঁ, তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবিই এখন নেটদুনিয়ায় আগুন ঝরাচ্ছে। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।

পাহাড়ে একেবারে খোশমেজাজে দেখা গেল অভিনেত্রীকে। কালো পোশাকে মোহময়ী রূপে ধরা দিলেন তিনি। ক্যাপশনে লিখলেন, “মুড”। নেটিজেনদের নজর এড়াল না। প্রশংসায় ভরালেন নেটিজেনরা। তবে কেউ কেউ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও খোঁচা দেন অনেকেই। আবার কেউ কেউ জানতে চান, পাহাড়ে কার সঙ্গে গিয়েছেন তিনি? যদিও সে প্রশ্নের উত্তর অধরা।

মালদ্বীপে গিয়েই একেবারে হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন শ্রাবন্তী। ছোট পোশাকে মহানন্দে চুমুক দেন প্রিয় পানীয়র গ্লাসে। সেই ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে। কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। তাঁর ও রাজীবের ছেলে অভিমন্যু। ডাক নাম ঝিনুক। অভিনেত্রীর বিবাহিত জীবনের টানাপোড়েন একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে।

রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষাণ ব্রজকে মন দিয়েছিলেন শ্রাবন্তী। তবে সম্পর্ক ভাঙার পর আবার গুরুদ্বারে গিয়ে রোশন সিংকে বিয়ে করেন। সেই সম্পর্কও টেকেনি। এখন একই আবাসনে থাকা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। টলিপাড়ায় জোর গুঞ্জন, মালদ্বীপের এই ছুটিতে শ্রাবন্তীর সঙ্গেই ছিলেন অভিরূপও। জন্মদিনে তাঁকে হীরের আংটি উপহার দিয়েছিলেন শ্রাবন্তী।