ফের প্রেমে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। কাজের থেকে বেশি তাঁর পার্সোনাল জীবন নিয়েই সোশ্যাল মিডিয়ার কেন্দ্র বিন্দুতে থাকেন তিনি। তৃতীয়বার বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী নাকি আবার নতুন প্রেমে পড়েছেন বলেই জানা যাচ্ছে। এদিন শ্রাবন্তী ও তাঁর স্পেশাল বন্ধুর ছবিটি প্রকাশ্যে আসতেই ফের সরগরম টলি পাড়া।
সূত্রের খবর, ব্যবসায়ী অভিরুপ নাগ চৌধুরীর সাথেই তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন। প্রসঙ্গত, ১৬ বছর বয়সে অভিনেত্রী প্রথম বিবাহে আবদ্ধ হন। ১৭ বছরে তার সন্তান ঝিনুকের জন্ম হয়। তারপর থেকে আরও দুবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে কোনোটাই টেকেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যা হয় তা ভালোর জন্যই হয়। তিনি জানান তাড়াতাড়ি বিয়ে হওয়ার ফলে ছেলেকে খুব তাড়াতাড়ি তাঁর জীবনে পেয়েছেন। তাতে তিনি খুব খুশি। তবে তিনি আরও বলেন ‘ভেবেছিলাম সব ঠিক হবে, তবে তা হলো না, বারবার আমি মানুষ চিনতে ভুল করেছি’। এদিন তিনি স্বীকার করে নেন তাঁর স্পেশাল বন্ধু অভিরুপের কথা। অভিরূপ খুব ভালো মানুষ, অনেকটাই পরিবার কেন্দ্রীক, বলেই জানান অভিনেত্রী।
বৃহস্পতিবার টলি সুন্দরীর বাড়ির কালীপুজোয় উপস্থিত ছিলেন অভিরুপ নাগ চৌধুরী। জানা গেছে, কিছুদিন আগে তাঁরা একসাথে সময় কাটাতে দুবাইয়েও যান। তবে এটা কি শুধুই প্রেমের সম্পর্ক নাকি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন তাঁরা, তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।