বিনোদন

কেন ক্লিভেজ দেখা যাচ্ছে?

প্রেম, বিয়ে, বিচ্ছেদ থেকে রাজনীতি। বারবার শিরোনামে চলে এসেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এখন তাঁর নতুন ‘প্রেমিক’ নিয়ে চলছে জোর চর্চা। এই পরিস্থিতিতে নিজের খোলামেলা ছবি পোস্ট করে নেটিজেনদের বাঁকা মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। কেন বক্ষ বিভাজিকা বা ক্লিভেজ দেখা যাচ্ছে তাঁর?‌ সেই প্রশ্ন তোলপাড় নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নে ছেয়ে গিয়েছে। সদ্য তিনি রাজনীতিতে নেমে হেরে গিয়েছেন। একুশের নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি।
নেটদুনিয়ায় দেখা গিয়েছে, একটি কালো রংয়ের পাশ্চাত্য পোশাক পরা ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সুন্দরী অভিনেত্রীর ছবি নিমেষেই নজরে আসে নেটিজেনদের। নেটদুনিয়ায় বইতে থাকে ঝড়। অভিনেত্রীর রূপমুগ্ধ নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। তবে নেটজগতে ‘‌নীতি পুলিশের’‌ অভাব নেই। ছবি পোস্টের সঙ্গে সঙ্গে প্রশ্নবাণ অভিনেত্রীর দিকে ছুটে আসে। কেন এমন সাহসী পোশাক পরলেন?‌ কেনই বা দেখা যাচ্ছে বক্ষ বিভাজিকা বা ক্লিভেজ?‌ প্রশ্ন তুলেছেন অনেকেই। পোশাক নিয়ে মন্তব্যের পাশাপাশি অভিনেত্রীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে থাকেন তারা।

সম্প্রতি যোগচর্চার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। তাঁর ওই ছবি নিয়েও নেটদুনিয়ায় চলে জোর চর্চা। বাংলাদেশের জনৈক এক নেটিজেন সংগীত শিল্পীকে ধর্ষণের হুমকিও দেয়। ওই মন্তব্যটি কলকাতা পুলিশকে ট্যাগ করেন খোদ ইমন। নেটিজেনের এমন মনোবৃত্তির প্রতিবাদে সরব হন অনেকেই। তা সত্ত্বেও নেটদুনিয়ার নীতি পুলিশদের শ্রাবন্তীকে কটাক্ষের ঘটনায় আরও একবার সেকথাই প্রমাণ হল।